IQNA

গাজা উপত্যকায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা  ৯ হাজার ছাড়িয়েছে

22:28 - November 03, 2023
সংবাদ: 3474599
গাজায় ইহুদিবাদী শাসকদের আক্রমণের ২৮ম দিনে, ইসরাইলী সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরে প্রতিরোধের সাথে সংঘর্ষের সময় বেশ কয়েকজন অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইহুদিবাদী ইসরাইল সেনারা আবাসিক এলাকা এবং বেসামরিকদের উপর হামলা অব্যাহত রেছেখে এবং এর ফলে ফিলিস্তিনিদের সংখ্যা শহীদের সংখ্যা ৯০৬১ দাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরে প্রতিরোধের সাথে সংঘর্ষের সময় তাদের ৪ কর্মকর্তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। স্থল আগ্রাসনের শুরু থেকে এই ইহুদিবাদী হানাদারদের হতাহতের সংখ্যা ২৪জনে পৌঁছেছে। এদিকে, প্রতিরোধ বাহিনী মনে করে, হানাদারদের হতাহতের সংখ্যা ইহুদিবাদীদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফুল কাদরুহি বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে নয় হাজার ৬১ জনে পৌঁছেছে। এর মধ্যে শিশুর সংখ্যা তিন হাজার ৭৬০। এছাড়া আহত হয়েছেন ২৩ হাজার।
 
তিনি আরও বলেছেন, গাজায় অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে। এর ফলে স্বাস্থ্য খাতে নতুন এক বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
 
আশরাফুল কাদরুহি স্বাস্থ্য খাতে সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য সরঞ্জাম যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সে লক্ষ্যে নিরাপদ রুটের ব্যবস্থা করতে হবে।
 
গত ৭ অক্টোবর ফিলিস্তিনির সংগ্রামীরা ইসরাইলের অভ্যন্তরে আল-আকসা তুফান নামের এক দুঃসাহসিক অভিযান চালায়। এরপর সংগ্রামীদের সঙ্গে পেরে না উঠে গাজার জনগণের ওপর নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। তারা হাসপাতালেও হামলা চালিয়েছে।
 
আল-আহলি আরাব হাসপাতালে ইসরাইলি হামলায় শত শত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার আবাসিক ভবনগুলোতে বোমা ফেলে সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।
captcha